রাজধানী মিটফোর্ড বালুরঘাট বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলমগীর বেপারী নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় ৪০ বছর বয়সী আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ১০১ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
নিহতের সহকর্মী মো. হানিফ জানান, ভোরের দিকে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি। ঘটনার পরই তিনি এসে আলমগীর ও আনোয়ারসহ কয়েকজনকে জানান। পরে আলমগীর ও আনোয়ার এগিয়ে গেলে দুইজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। এই ঘটনায় আহত আনোয়ারকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হানিফ আরও জানান, নিহত আলমগীর শরীয়তপুর জেলার পালং থানার বিনোদপুর গ্রামের হাসেম বেপারীর ছেলে। মিটফোর্ড বালুঘাট বেড়িবাঁধ এলাকায় থাকতেন। তার তিন ছেলে ও এক মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।