চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার চরপাথরঘাটা এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
মৃত যুবকের নাম মো. মান্নান। তার বাড়ি চরপাথরঘাটা এলাকায়।
এসআই নুরুল আলম আশেক বলেন, ‘বৃহস্পতিবার সকালে নিজ বাসায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মান্নান। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।