ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৩০ বছর বয়সী কামাল হোসেনের বাড়ি চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে চম্পকনগর বাজারে কবির এন্টারপ্রাইজ নামে একটি দোকানে কামাল চুরি করতে যান বলে ধারণা করা হচ্ছে। এ সময় ওই দোকানের ছাদে বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।
পরে পুলিশ কামালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি।