নীলফামারী সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন নেসকোর অফিস ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের মীরিসিংহ ব্রাহ্মণপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জীবন চন্দ্র চ্যাটার্জির বাড়ি ওই এলাকাতেই।
লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বাড়ির পাশে আমন ক্ষেতে কীটনাশক স্প্রে করছিলেন কৃষক জীবন। সেখানে বিদ্যুতের তার পড়ে থাকায় বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
পরে বিক্ষুব্ধ লোকজন নেসকোর নির্বাহী কার্যালয় ঘেরাও করে ইট-পাটকেল ছুড়লে অফিসের পেছনের জানালার কাচ ভেঙে যায়।
নেসকো বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম বলেন, ‘বিক্ষুব্ধ লোকেরা যখন অফিস ঘেরাও করে তখন আমি অফিসে ছিলাম না। অফিসের পেছনের জানালার কাচ ভেঙে যাওয়ার খবর পেয়েছি।’
তিনি জানান, যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে ১০ জনের মতো গ্রাহক রয়েছেন। সেখানে বাঁশের মাধ্যমে সংযোগ দেয়া। দ্রুত সেখানে পোল বসানোর কাজ শুরু হবে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বিষয়টি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।