বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেলের জমি উদ্ধারে যাওয়া এস্কাভেটরে আগুন 

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২৬

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার বলেন, ভানুগাছ সড়কের উত্তর পাশে রেলের ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল বিভাগের। সেই প্রস্তুতির অংশ হিসেবে, সেখানে একটি এস্কাভেটর আনা হয়। যন্ত্রটি রেলগেট পয়েন্টে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত এতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেদখল জমি উদ্ধারে অভিযান পরিচালনাকালে এস্কাভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান নিউজবাংলাকে জানান, কারা এ আগুন দিয়েছে তা জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি জানা যাবে।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার বলেন, ভানুগাছ সড়কের উত্তর পাশে রেলের ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল বিভাগের। সেই প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এস্কাভেটর আনা হয়। যন্ত্রটি রেলগেট পয়েন্টে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত এতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে চালকের কেবিন ও নিচের অংশ পুড়ে যায়।

আগুন দেয়ার ঘটনায় তিনি বলেন, রেলের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেখানে পাঠানো হচ্ছে। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

দীর্ঘ ৩৮ বছর পর ২০১৯ সালের ২৭ নভেম্বর রেলের শতকোটি টাকার এই ভূমি উদ্ধার অভিযান চালায় রেল বিভাগ। শতাধিক আইনশৃঙ্খখলা রক্ষা বাহিনীর সহায়তায় দুটি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রভাবশালীদের দখলে থাকা ভানুগাছ সড়কের মুক্তিযোদ্ধা কৃষি নার্সারি প্রকল্প, অভিজাত রেস্টুরেন্ট, গ্যাস সিলিন্ডারের গুদামসহ শতাধিক পাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এরপর রেল বিভাগের দেখভালের অভাবে সেই জমিগুলো আবারও দখল করে স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা।

এ বিভাগের আরো খবর