বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেতু থেকে বাসের হেলপারের মরদেহ উদ্ধার

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৭

প্রত্যক্ষদর্শী হানিফ জানান, মোটরসাইকেলে করে রামরাইল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি ৯৯৯-এ কল দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সেতুর ওপর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মহাসড়কের রামরাইল সেতু থেকে বুধবার রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ১৮ বছর বয়সী রাজু মিয়ার বাড়ি পৌর শহরের ভাদুঘর গ্রামে। তিনি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে চলাচল করা ‌‘রয়েল সার্ভিস’ বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী হানিফ জানান, মোটরসাইকেলে করে রামরাইল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি ৯৯৯-এ কল দিয়ে পুলিশে খবর দেন।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোলায়মান মিয়া জানান, হাসপাতালে নিয়ে আসার প্রায় দুই ঘণ্টা আগে ওই তরুণের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

এ বিভাগের আরো খবর