বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাবেক সেনাদের নিয়ে নিয়মিত বাহিনী গড়বে তালেবান

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫৫

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ভারপ্রাপ্ত আর্মি চিফ অফ স্টাফ কারি ফাসিউদ্দিন বলেন, ‘আমাদের প্রিয় দেশের একটি নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী থাকা উচিত। যাতে করে, সহজেই আমরা বাইরের আক্রমণ রুখে দিতে পারি এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারি।’

নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী গঠনের পরিকল্পনা করছে তালেবান। এতে রাখা হবে আফগানিস্তানের সাবেক সরকারের সেনাদেরও।

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দুই সপ্তাহ পর বুধবার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান সরকারের ভারপ্রাপ্ত আর্মি চিফ অফ স্টাফ কারি ফাসিউদ্দিন।

টলোনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দ্রুতই সেনাবাহিনী গঠনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

ফাসিউদ্দিন বলেন, ‘আমাদের প্রিয় দেশের একটি নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী থাকা উচিত। যাতে করে, সহজেই আমরা বাইরের আক্রমণ রুখে দিতে পারি এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারি।’

আফগানিস্তানে নতুন সেনাবাহিনীর অফিসার ও সদস্য কারা হবে, এমন প্রশ্নে ফাসিউদ্দিন জানান, সাবেক সরকারের সময়কার সেনাদের ও অফিসারদেরও নিয়োগ দেয়া হবে। আর তালেবান সরকারের অধীনে নতুন সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ বা বাইরের যেকোনো নিরাপত্তা হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

ফাসিউদ্দিন বলেন, ‘যাদের প্রশিক্ষণ নেয়া আছে এবং পেশাদার সৈনিক তাদের আমাদের নতুন সেনাবাহিনীতে ব্যবহার করা হবে। আমরা আশা করছি, দ্রুতই এই আর্মি গঠন করব।’

তালেবান শুরু থেকেই বলে আসছিল, সাবেক সরকারের সেনাদের তাদের কাজে ফিরিয়ে আনা হবে। সম্প্রতি আরও একবার জানানো হয়, সাবেক সরকারের পুলিশ সদস্যদের শিগগিরই ডাকা হবে। কাবুলের নিরাপত্তা নিশ্চিতে তালেবান যোদ্ধাদের পাশাপাশি তাদেরও মোতায়েন করা হবে।

যদিও আগের সরকারের নিরাপত্তা রক্ষীরা বলছেন, তালেবান থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনও পাননি তারা।

আগের সরকারের সেনাদের আবার কাজে লাগাতে তালেবান সরকারের মনোভাবের প্রশংসা করেছেন আগের বেশ কয়েকজন সেনা অফিসার। বলেছেন, তাদের মেধা ও সক্ষমতা তালেবানের কাজে লাগানো উচিত।

সাবেক সেনা অফিসার শাকোরুল্লাহ সুলতানি বলেন, ‘তিন লাখ সেনার ভাগ্য নির্ধারণে তাদের (তালেবানের) সিদ্ধান্ত নেয়া উচিত।’

ওয়াসিকুল্লাহ নামে কাবুলের এক বাসিন্দা বলেন, ‘এটা নিশ্চিত যে, সাবেক সেনাদের বুদ্ধি-পরামর্শ ছাড়া এবং তাদের না ব্যবহার করে নিরাপত্তা জোরদার করা সম্ভব না।’

এ বিভাগের আরো খবর