বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী উদ্যোক্তাদের জন্য আরও বরাদ্দ চান পরিকল্পনামন্ত্রী

  •    
  • ১৫ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৬

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নারীরা এখন অনেক উদ্ভাবনী কাজের সঙ্গে যুক্ত। সরকার ডিজিটাল অবকাঠামো তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এই অবকাঠামোগুলো ব্যবহারের সুযোগ নিয়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়া উচিত। নারী উদ্যোক্তাদের অগ্রগতির জন্য ডিজিটাল প্লাটর্ফম এবং অবকাঠামো নিশ্চিত করার ব্যবস্থাও সংশ্লিষ্টদের করতে হবে।’

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের নারী উদ্যোক্তারা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই আগামী জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের উন্নয়নে আরও বেশি অর্থ বরাদ্দ রাখা উচিত বলে মত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত ‘পাবলিক প্রাইভেট ডায়ালগ অন ডিজিটাল ইকোনমি’ শীর্ষক ভার্চ্যুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমাদ এমপির সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক লতিফা খানম, ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ, ডাচ বাংলা ব্যাংকের (রকেট) ভাইস-প্রেসিডেন্ট মাহবুবুল ইসলাম, পিডিপিডিই প্রকল্পের কনসালটেন্ট ফেরদৌসী সুলতানা বেগম।

সেন্টার পর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) অর্থায়নে প্রোগ্রামিং ডেমোক্রেটিক পার্টিসিপেশান ইন দি ডিজিটাল ইকোনমি (পিডিপিডিই) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই মহামারি পরিস্থিতিতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তারা এখন অনেক উদ্ভাবনী কাজের সঙ্গে জড়িত। সরকার ডিজিটাল অবকাঠামো তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এই অবকাঠামোগুলো ব্যবহারের সুযোগ নিয়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়া উচিত। নারী উদ্যোক্তাদের অগ্রগতির জন্য ডিজিটাল প্লাটর্ফম এবং অবকাঠামো নিশ্চিত করার ব্যবস্থাও সংশ্লিষ্টদের করতে হবে।’

ড. নাজনীন আহমেদ, ইউএনডিপি নারী উদ্যোক্তাদের জন্য ‘আনন্দমেলা’ নামে ডিজিটাল প্লাটফর্ম তৈরি করেছে। এতে উইমেন চেম্বার এবং নারী উদ্যোক্তাদের কাজের সুয়োগ তৈরি হবে।

অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, ‘সরকার সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক র্পাক, জনতা টাওয়ার প্রযুক্তি পার্কের মত অনেক উদ্যোগ নিয়েছে যেখানে নারীরা বিনা অর্থে প্রশিক্ষণ গ্রহণ করে আউটসোর্সিং এর সাহায্যে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। এসব সুবিধা নারী উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত।

‘বেসিস, ই-ক্যাব তৃণমূল নারী উদ্যোক্তাদের সদস্যপদ পাওয়াসহ যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে আরও বেশি অগ্রগতি হবে। ফ্রিল্যান্স উদ্যোক্তাদের সরকারে পক্ষ থেকে আইডি কার্ড দেয়া হয়েছে যা দিয়ে তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ ব্যবসায়িক সব ধরনের সেবা পাবেন।’

কর্মশালায় বিডব্লিউসিসিআইর সভাপতি সেলিমা আহমাদ বেশকটি দাবি ও সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আইসিটি মন্ত্রণালয়ের হাইটেক পার্কগুলোতে তৃণমূল নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় পারস্পরিক আন্ত:সংযোগ নিশ্চিত করা, ডিজিটাল ইকোনমিতে বাণিজ্যিক লেনদেনে সাইবার সিকিউরিটি নিশ্চিত করা। এছাড়া ডিজিটাল মার্কেটিং, বায়ার সোসিং, ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দক্ষতা বাড়ানোর দাবি করেছে ওমেন চেম্বার।

একই সঙ্গে প্রাতিষ্ঠানিক নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি নিশ্চিত করা, ট্রেড লাইসেন্সসহ সব সার্টিফিকেটের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালুসহ ২৪ ঘণ্টার সার্ভিসের ব্যবস্থা করা, অনলাইন ব্যবসায় লোন প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা, তৃণমূল পর্যায় পর্যন্ত ভ্যাট অনলাইন সিস্টেম চালু করা এবং ইন্টারনেট পরিসেবা সম্প্রসারণের কথাও বলেছে বিডব্লিউসিসিআই।

এ বিভাগের আরো খবর