বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিবেশী দেশগুলোকে পাশে চায় এফবিসিসিআই

  •    
  • ১৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪২

দুদিনব্যাপী ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (ফিকি) আয়োজিত লিডস-২০২১ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘ফিউচার অব ইন্ডিয়া-সাউথ এশিয়া ফোর্থ আইআর পার্টনারশিপস’ শীর্ষক অনলাইন সেমিনারে এফবিসিসিআই সভাপতি ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন।

চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগাতে প্রতিবেশী দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সেতুবন্ধনের কাজ করতে পারে বলেও জানান তিনি।

বুধবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (ফিকি) আয়োজিত লিডস-২০২১ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার পররাষ্ট্র প্রতিমন্ত্রী থারাক বালাসুরিয়া, ফিকি সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান মানোজ চুগ, ফিকির ভাইস প্রেসিডেন্ট শুভ্রক্রান্ত পান্ডা, ভুটানের এনজিএন টেকনোলজিসের সিইও নিরপা রাজ রায়, মাইক্রোসফট ইন্ডিয়ার গ্লোবাল সিএসএস লিডার রেখা অনিল, আইবিএম ইন্ডিয়ার স্ট্রারলিং সাপ্লাই চেইনের কান্ট্রি লিডার সন্দ্বীপ দত্ত ও উবার ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রাভইজিৎ সিং প্রমুখ।

দুদিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে ‘ফিউচার অব ইন্ডিয়া-সাউথ এশিয়া ফোর্থ আইআর পার্টনারশিপস’ শীর্ষক অনলাইন সেমিনারে এফবিসিসিআই সভাপতি ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন।

তিনি মহাকাশে বাংলাদেশের কৃত্রিম উপগ্রহ, দেশজুড়ে ৪৫৫৪টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার, ই-প্রকিউরমেন্ট, স্মার্ট হেলথ কার্ডস, মোবাইল ও ইন্টারনেটের সুবিধাভোগীর সংখ্যা বাড়া, মোবাইল ব্যাংকিং সেবা, ই-কমার্স এবং এফ-কমার্সের ব্যাপক প্রসার এবং শিল্পকারখানায় রোবটিকসসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করেন।

জাসিম উদ্দিন বলেন, ‘গ্লোবাল ডিজিটাল প্ল্যাটফর্ম র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৫৭ এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থ। সরকারের যুগোপযোগী নীতিমালা ও সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা আদায় করতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রে কাজ করতে হবে।’

ভৌগলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আঞ্চলিক সেতুবন্ধনের কাজ করতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উল্লেখ করে, স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ দেন এফবিসিসিআই সভাপতি।

এ বিভাগের আরো খবর