শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের এক দিন পর পুকুরে ভেসে উঠেছে শিশুর নিথর দেহ।
উপজেলার গড়কান্দা এলাকার একটি পুকুর থেকে বেলা ১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ।
মৃত শিশুটির নাম ফারিহা সৌরভী। ছয় বছরের ফারিহা গড়কান্দা এলাকার দিনমজুর ফরিদ আলী ও গৃহকর্মী রওশনারা বেগমের মেয়ে।
ফরিদ আলী জানান, মঙ্গলবার সকালে ফারিহাকে সঙ্গে নিয়ে তার মা রওশনারা উপজেলা পরিষদের কোয়ার্টারে রান্নার কাজে যান। বিকেল চারটার দিকে সেখান থেকে নিখোঁজ হয় ফারিহা।
ওসি জানান, বুধবার বেলা ১টার দিকে গড়কান্দা এলাকার একটি পুকুরের পানিতে ফারিহার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুরতহালে শিশুটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।