জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষককে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এরা হলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।
এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি অফিস আদেশে এই তিনজনকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে এদের নিয়োগ দেয়া হলো।
এ আদেশ প্রত্যেকের ক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক সবাই দায়িত্ব ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।
এর আগের মেয়াদে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজাউল হোসাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদেরকেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।