বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ‘ধর্ষণ’ করে কারাগারে 

  •    
  • ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪৭

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই তরুণীর বাড়িতে যায় প্রতিবেশী ওই ব্যক্তি। পরে তিনি সেখান থেকে ওই তরুণীকে ডেকে নিজের বাড়িতে নেন। একপর্যায়ে ওই ব্যক্তি তরুণীকে ধর্ষণ করেন।

মৌলভীবাজারের বড়লেখায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার বুধবার দুপুর ২টার দিকে ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনিজীবী গোপাল দত্ত।

তিনি বলেন,‘অভিযুক্ত ব্যক্তি তরুণীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীর ভাইয়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর প্রতিবেশী।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই তরুণীর বাড়িতে যায় প্রতিবেশী ওই ব্যক্তি। পরে তিনি সেখান থেকে ওই তরুণীকে ডেকে নিজের বাড়িতে নেন। একপর্যায়ে ওই ব্যক্তি তরুণীকে ধর্ষণ করেন।

পরে ওই তরুণী বাড়িতে এসে বিষয়টি তার স্বজনদের জানায়। তাকে মৌলভীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় তরুণীর বড় ভাই মঙ্গলবার দুপুরে মামলা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর