চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা নিশ্চিতে ৪৮ হাজার টিকা চেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টিকা নিতে পারেন সেটির উদ্যোগও নিচ্ছে কর্তৃপক্ষ।
নিউজবাংলাকে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘সবাইকে টিকা দেয়া ছাড়া বিশ্ববিদ্যালয় খুলতে পারব না। উপাচার্য বলেছেন আমাদের ৪৮ হাজার টিকা লাগবে। আগামীকাল চিঠি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও চট্টগ্রাম সিভিল সার্জনকে বিষয়টি দ্রুত কার্যকর করতে বলবো।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের মাধ্যমেই টিকা দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার জন্য কমপক্ষে একটি ডোজ যেন সবাই পায় সেটিও নিশ্চিত করতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২৭ হাজার ৫৫০ জন। বিশ্ববিদ্যালয়কে দেয়া জরিপের সবশেষ তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৩৩৬ শিক্ষার্থী টিকা গ্রহণের জন্য সার্বিক তথ্য কর্তৃপক্ষকে দিয়েছেন।
এর মধ্যে এক ডোজ টিকা নিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬৭। দুই ডোজ নিয়েছেন ৪ হাজার ১৩৪ জন। নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষারত আছেন ৪ হাজার ৪০০ জন। এনআইডি না থাকায় টিকা নিতে পারেননি এমন শিক্ষার্থী ২ হাজার ২৬৭ জন।
এর আগে দুপুরে পাঠদান শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে স্ব স্ব ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকাদান কার্যক্রম চালুর দাবি জানান উপাচার্যরা।