মাদক মামলায় গ্রেপ্তার মডেল পিয়াসার সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে সিআইডি পুলিশ।
ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেয়া হয়।
মঙ্গলবার অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার ভক্ত।
তিনি বলেন, ‘সোমবার সিআইডি পুলিশ মিশু হাসানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গতকালই ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত অভিযোগপত্রটি দেখেছেন।’
৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শরফুল হাসান ওরফে মিশু হাসানকে গ্রেপ্তার করে র্যাব। পরে গ্রেপ্তার করা হয় তার সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে।
তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৬টি গুলি, ১৩ হাজার ৩০০ ইয়াবা, একটি ফেরারি গাড়ি, সিসার সরঞ্জামাদি, দুইটি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় ৪৯ হাজার ৫০০ জালমুদ্রা উদ্ধার করা হয়।
এরপর ভাটারা থানায় মিশুকে আসামি করে অস্ত্র মামলা করা হয়।