বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর দিয়ে পুরস্কার পেল শীর্ষ ৩০ প্রতিষ্ঠান

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ২০:১৬

করদাতা দুই ধরনের। ব্যক্তি করদাতা এবং কোম্পানি করদাতা। কর প্রদানকে উৎসাহিত করতে প্রতিবছর উভয় ক্ষেত্রের করদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

গত অর্থবছরে সবচেয়ে বেশি কর দেয়ার স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষ ৩০ করদাতা প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। ব্যাংক, বিমা উৎপাদনমুখীসহ পাঁচ ক্যাটাগরিতে এ সম্মাননা দেয়া হয়।

মঙ্গলবার এনবিআরের অধীন বৃহৎ করদাতা ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে বিজীয়দের নাম ঘোষণা করা হয়। রাজধানীর সিদ্ধেশ্বরীর বিসিএস কর অ্যাকাডেমিতে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।

বৃহৎ করদাতা ইউনিটে ১ হাজার ১৭১টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ব্যাংক, বিমাসহ ৩০টি কোম্পানি গত ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ কর পরিশোধ করায় তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হলো।

মূলত দেশের বড় বড় প্রতিষ্ঠানের কর আদায় নিবিড় তদারকির জন্য গঠিত হয় বৃহৎ করদাতা ইউনিট বা লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট।

করদাতা দুই ধরনের। ব্যক্তি করদাতা এবং কোম্পানি করদাতা। কর প্রদানকে উৎসাহিত করতে প্রতিবছর উভয় ক্ষেত্রের করদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

কোম্পানির পাঁচ ক্যাটাগরির মধ্যে এবার ব্যাংক খাতে ১৩টি, সেবা খাতে ৩টি, নন-ব্যাংক আর্থিক খাত ২টি, বিমা খাত ২টি এবং উৎপাদনমুখী খাতের ১০টি প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতা হিসেবে বাছাই করা হয়।

অনুষ্ঠানে উল্লিখিত প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন।

সেরা করদাতার পাশাপাশি অনুষ্ঠানে উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংক, গ্রামীণফোন ও তিতাস গ্যাসকেও পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন গভর্নর ফজলে কবির।

সরকারের পক্ষ হয়ে কর আদায় করে সরকারি কোষাগারে জমা দেয় উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ। বর্তমানে এনবিআরের তালিকাভুক্ত প্রায় তিন হাজার উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ রয়েছে।

এবার পুরস্কার পাওয়া ব্যাংক খাতের শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইসলামী, স্ট্যান্ডার্ড, এইচএসবিসি, ডাচবাংলা, ইউনাইটেড কমার্শিয়াল, ন্যাশনাল, ইষ্টার্ন, আল-আরাফাহ, এক্সিম, ট্রাস্ট, দ্য প্রিমিয়ার ও প্রাইম ব্যাংক লিমিটেড।

সেবা ক্যাটাগরিতে রয়েছে- গ্রামীণফোন, শেভরন বাংলাদেশ ও এম জে এল বাংলাদেশ লিমিটেড। নন-ব্যাংক আর্থিক ক্যাটাগরিতে রয়েছে আইডিএলসি, ফাইন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বিমা ক্যাটাগরিতে আছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ও সাধারণ বিমা করপোরেশন। এ ছাড়া উৎপাদনমুখী ক্যাটাগরিতে আছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মসিউটিক্যালস, শেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স, উত্তরা অটোমোবাইলস, পারফেক্ট টোব্যাকো, নেসলে বাংলাদেশ, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মো. আলমগীর হোসেন ও গোলম নবী।

এ বিভাগের আরো খবর