অপরাধ দমনে আরও তৎপর হতে দেবিদ্বার উপজেলার গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১১টার দিকে ১৫ ইউনিয়নের ৩০ জন গ্রাম পুলিশকে সাইকেল দেয়া হয়। এ সময় তাদের একই ধরনের পোশাক ও জুতাও দেয়া হয়।
সাইকেল বিতরণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। সাইকেল দিয়ে গ্রাম পুলিশরা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করবে। থানা পুলিশ সেই তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে। এতে করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গিয়াস উদ্দিন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা প্রকৌশলী শাহ আলমসহ অনেকে।