কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে একজনের মনোনয়নপত্র।
মঙ্গলবার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।
বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি মো. লুৎফুর রেজা খোকন এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম।
নিয়মানুযায়ী ১ শতাংশ ভোটার সমর্থনের কাগজ জমা দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি নির্ধারিত সরকারি ফি জমা না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এই আসনে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গত ৩০ জুলাই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
আগামী ৭ অক্টোবর ভোটের দিন ঠিক করে ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।