যশোরে মজুদ শেষ হওয়ায় করোনার টিকাদান বন্ধ হয়ে গেছে। ক্ষুদেবার্তা পেয়েও টিকা নিতে পারছেন না নিবন্ধিতরা।
বিষয়টি স্বীকার করে জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন জানিয়েছেন, এই সংকটের দ্রুত সমাধান হবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, যশোরে এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার মানুষ। দুই ডোজ নেয়ার সংখ্যা ২ লাখ।
টিকার জন্য নিবন্ধন করেছেন ৮ লাখের বেশি মানুষ। প্রথম ডোজ দেয়া শেষ হয় ১৩ সেপ্টেম্বর। টিকা না থাকায় মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ বন্ধ হয়ে গেছে।
ক্ষুদেবার্তা পেয়ে মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালে গিয়ে অনেককে ফিরতে হয়েছে টিকা না নিয়ে। হাসপাতালে হাজির হয়ে তারা জানতে পারেন, শেষ হয়ে গেছে টিকার মজুত।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। তাদের অভিযোগ, সংকট থাকলে কেন তাদের ক্ষুদেবার্তা পাঠিয়ে টিকা নিতে আসতে বলা হয়েছে।
সিভিল সার্জন শেখ আবু শাহিন বলেন, ‘ঢাকায় টিকার চাহিদা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।’