রাজশাহীর পবায় দুপুরে করোনাভাইরাসের টিকা নেয়ার পর রাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তার মৃত্যুর সঙ্গে টিকার সম্পর্ক নেই।
২৫ বছর বয়সী জিনাতুন নেসা নামের ওই নারীর বাড়ি পবা উপজেলার দারুসা সাহাপাড়া গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাবেয়া বসরী তার মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে জানান।
জিনাতুন নেসা সোমবার দুপুর দুইটার দিকে করোনাভাইরাস প্রতিরোধী সিনোভ্যাক্সের প্রথম ডোজ নেন। এরপর রাত দুইটার দিকে ঘুমের মধ্যে মারা যান।
রাবেয়া বসরী বলেন, ‘জিনাতুনের মৃত্যুর পর মঙ্গলবার সকালে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। দুপুরে কমিটির দেয়া প্রতিবেদনে বলা হয়, তিনি ঘুমের মধ্যে হৃদরোগে মারা গেছেন। তার আগে থেকে শ্বাসকষ্ট ছিল।’
তিনি আরও বলেন, ‘টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ২ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেখা দেয়। জিনাতুনের টিকা নেয়া ও মৃত্যুর সময়ের ব্যবধান অনেক। তার জ্বর আসেনি, র্যাশ ওঠেনি, খিঁচুনি বা মাথা ঘোরাও ছিল না। তিনি বাসায় গিয়ে স্বাভাবিকভাবে সব কাজকর্ম করেছেন। রাতে খেয়ে ঘুমাতে গেছেন।
‘আমরা পরিবারের লোকের কাছ থেকে জানতে পেরেছি উনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়েছে। মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এ বিষয়ে পরিবার কোনো অভিযোগ করেনি।’