রাজবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার মঙ্গলবার সকালে এই রায় দেন।
দণ্ডিত মনির খানের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী উমা সেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি রাজবাড়ীর ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। ২০১৭ সালের ১৩ মে মেয়েটি তার মাকে ফোনে জানায় মনির তাকে অপহরণ করে শরীয়তপুরে আটকে রেখেছে।
ওইদিনই মেয়েটির মা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় পাঁচজনের নামে অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
আইনজীবী উমা সেন জানান, মনির পলাতক। আদালত তার অনুপস্থিতিতেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৪ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।