গাজীপুর থেকে মুনমুন (ছদ্মনাম) নামে এক তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি একজন সাংবাদিক। দুই সহকর্মী নিউজের কথা বলে জোর করে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে এসে মারধর ও ধর্ষণের চেষ্টা করছেন।
তিনি রুম থেকে দৌড়ে বাইরে এসে অন্ধকারে রিসোর্টের গাছের আড়ালে লুকিয়ে ৯৯৯-এ ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে গাজীপুরের জয়দেবপুর শিরিরচালা এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ভিকটিমকে উদ্ধারের জন্য জয়দেবপুর থানাকে ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেয়।
‘জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ সময় শাকিল ও আব্বাস উদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।