গাজীপুর সদরের লবলন্দ খালে নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশু রিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে সোমবার ওই খাল থেকে উদ্ধার হয় তার বড় বোন ও দুই প্রতিবেশীর মরদেহ।
সদরের পাইনশাইল ইটখোলা ঘাট এলাকায় রিয়ার মরদেহটি ভেসে উঠলে বিকেল ৪টার দিকে তা উদ্ধার করেন স্থানীয়রা।
১০ বছরের রিয়া আক্তারের বাড়ি পাইনশাইল গ্রামে। সে স্থানীয় শম্পা মডেল অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ তাশারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা পানশাইল ইটখোলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সোমবার দুপুর ১২টার দিকে বড় বোন রিচি, প্রতিবেশী আইরিন ও মায়াকে সঙ্গে নিয়ে খালে গোসল করতে যায় রিয়া। একপর্যায়ে রিচি পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি তিনজনও তলিয়ে যায়। পরে এলাকাবাসী মৃত অবস্থায় রিচিকে উদ্ধার করেন। বাকিদের উদ্ধারে ডাকা হয় ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গীর ডুবুরি দল সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মায়া ও আইরিনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ ছিল রিয়া।