যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজের নামে করা মামলার তদন্ত প্রতিবেদন ৩ অক্টোবর জমার আদেশ দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত মঙ্গলবার দুপুরে এ আদেশ দেয়।
আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিচারক শাহবাগ থানার পরিদর্শক মাহফুজুল হক ভূঁইয়াকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
সহকারী জজ নজরুল ইসলামের স্ত্রী কানিজ ফাতেমা গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের ৭ জুন নজরুল ইসলাম ও কানিজ ফাতেমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে নজরুল বিভিন্ন কারণে তাকে শারীরিক-মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে গত ৩০ আগস্ট সকালে তিনি জমি কেনার জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
ফাতেমা টাকা দিতে না চাইলে নজরুল তাকে মারধর করেন ও তালাকের হুমকি দেন।
বিষয়টি বড় ভাই রিয়াজ রহমানকে জানালে তিনি এসে ফাতেমাকে হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।