দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে, যা ১০২ দিনের মধ্যে সর্বনিম্ন। গত এক দিনে করোনার সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৭৪ জনের দেহে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশের ৮০৩টি ল্যাবে গত একদিনে করোনার ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হার ৬ দশমিক ৫৪ শতাংশ।
এর আগে এক দিনে সবচেয়ে কম মৃত্যু হয়েছিল গত ৪ জুন। ওই দিন ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। গত শুক্রবার নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ৭ দশমিক ৯১ শতাংশ। শনিবার ২৪ ঘণ্টায় ছিল ৭ দশমিক ০৩ শতাংশ। রোববার ২৫ শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ ছিল। সোমবার শনাক্ত হার ৭ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ জন, নারী ১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।
গত একদিনে মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব ২, চল্লিশোর্ধ্ব ৪, পঞ্চাশোর্ধ্ব ৯, ষাটোর্ধ্ব ১২, সত্তরোর্ধ্ব ৬ ও অশীতিপর ২ জন।
বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৮, খুলনায় ৪, বরিশাল ২, রাজশাহীতে ৪ ও সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।