হরিপুর থানার ওসি মো. আওরঙ্গজেব বলেন, ‘মাজেদা ও রুবিনা ঘাস কাটতে নৌকায় করে নাগর নদী পার হচ্ছিলেন। তবে নদীর পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত ছিল। এ কারণে নৌকাটি ডুবে যায়।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।
ভারতীয় সীমান্তবর্তী এই নদীতে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত নারীরা হলেন উপজেলার কাঠালডাঙ্গী এলাকার মাজেদা বেগম ও আটঘরিয়া এলাকার রুবিনা বেগম।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাজেদা ও রুবিনা ঘাস কাটতে নৌকায় করে নাগর নদী পার হচ্ছিলেন। তবে নদীর পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত ছিল। এ কারণে নৌকাটি ডুবে যায়।
‘নদীর পাড়ে স্থানীয়রা মাজেদার মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে জানান। তার কিছুক্ষণ পরে আধা কিলোমিটার দূরে রুবিনার মরদেহও পান এলাকাবাসী। থানায় খবর দিলে আমরা গিয়ে মরদেহ নিয়ে আসি।’