হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক নিউজবাংলাকে বলেন, ‘কুকুর বা অন্য কোনো পশু নবজাতকের মরদেহ দুটি টেনে নিয়ে আসতে পারে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই নালা পরিষ্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে অসম্পূর্ণ মরদেহ দুটি দেখতে পান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। হাসপাতালের আশপাশের পাহাড়ে বিভিন্ন সময় অপরিণত মৃত নবজাতককে দাফন করা হয়।
‘কুকুর বা অন্য কোনো পশু নবজাতকের মরদেহ দুটি টেনে নিয়ে আসতে পারে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।’