মামলার পর ১৫ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ বলছে, নাম ঠিকানা বদলে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) তৈরি করে এতোদিন পালিয়ে ছিলেন তিনি।
গ্রেপ্তার আতিক আহমদ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার গ্রামের বাসিন্দা।
একই এলাকার এক শিশুকে ২০০৬ হত্যার ঘটনায় ২০০৯ সালে মে মাসে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
গোলাপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই পালিয়ে ছিলেন আতিক। তাকে ছাড়াই শুরু হয় মামলার বিচার কার্যক্রম। রায়ও ঘোষণা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, ‘আসামি নাম ঠিকানা ও বাবার নাম পরিবর্তন করে একটি ভুয়া এনআইডি কার্ড তৈরি করেছিল। ভুয়া এনআইডি কার্ড বানিয়ে প্রতারণার কারণে তাকে এতদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
‘তবে গোপন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার রাতে তাকে আমরা গ্রেপ্তার করি। এরপর মঙ্গলবার সকালে তাকে আদালতে তোলা হয়।’