তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে অন্যসব কিছুর মতো মারাত্মক প্রভাব পড়ছে দেশটির সংবাদমাধ্যমেও। এক মাসের কম সময়ের মধ্যে ২০টি প্রদেশে বন্ধ হয়ে গেছে ১৫৩টি সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমগুলোর কর্মকর্তারা বলছেন, এসব সংবাদপত্র, রেডিও ও টিভি চ্যানেল বন্ধের মূল কারণ অর্থনেতিক সমস্যা এবং তালেবানের বিধিনিষেধ।
তারা বলছেন, অর্থনৈতিক সংকট সমাধান না হলে এবং বিধিনিষেধগুলো আরোপ বন্ধ না হলে আফগানিস্তানে অচিরেই আরও সংবাদমাধ্যম তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে।
আফগানিস্তান ফেডারেশন অফ জার্নালিস্টের ভারপ্রাপ্ত প্রধান হুজাতুল্লাহ মুজাদাদি বলেন, ‘সংবাদমাধ্যমের স্বার্থরক্ষা প্রতিষ্ঠানগুলো সংবাদমাধ্যমের প্রতি নজর না দিলে অচিরেই দেশের বাকি সংবাদমাধ্যম বন্ধ হওয়ার সাক্ষী হতে হবে আমাদের।’
আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়নের প্রতিনিধি মাসরুর লুতফি বলেন, ‘চলমান এই (সংবাদমাধ্যম বন্ধের) ধারা উদ্বেগ সৃষ্টি করেছে। এই সমস্যা তুলে ধরে উপযুক্ত উদ্যোগ নেয়ার জন্য আমরা আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সমাজ ও মানুষের স্বাধীনতা দ্রুতই শেষ হয়ে যাবে।’
বন্ধ হয়ে যাওয়া মিডিয়া হাউসগুলোর কর্মকর্তারা বলছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় নেয়ার পর অর্থনৈতিক দৈন্যদশা চরমে পৌঁছেছে। সেই সঙ্গে নানা ধরনের বিধিনিষেধের কারণে হাউসগুলো চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।
সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বন্ধ হয়ে যায় রেডিও স্টেশন ‘মিলমা রেডিও’র কার্যক্রম। ২০১১ সালে চালু হওয়া রেডিও স্টেশনটি থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও খেলাধুলাসংক্রান্ত খবর সম্প্রচার করা হতো।
‘মিলমা রেডিও’র প্রধান সম্পাদক ইয়াকুব খান মানজুর বলেন, ‘কাজের বৈরী পরিবেশ এবং অর্থনৈতিক সমস্যার কারণে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি।’
মনজুর জানালেন, মিলমা রেডিওর সম্প্রচার চলত ১৩টি প্রদেশে। তাদের ছিল ৩৫ জন সংবাদকর্মী। তারা সবাই এখন চাকরিহারা।
এই রেডিওর সাবেক প্রতিবেদক জামালউদ্দিন এলহাম বলেন, ‘অর্থনৈতিক সমস্যার কারণে দুর্ভাগ্যবশত আমাদের রেডিও স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে।’
রেডিওটির আরেক প্রতিবেদক মোহাম্মদ ইকরাম শাহাব বলেন, ‘অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে রেডিও স্টেশনটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের চাকরি হারালাম।’
গত ১৫ আগস্ট রাজধানী কাবুল ও প্রেসিডেন্ট প্রাসাদ দখলের মধ্য দিয়ে দুই দশক পর ফের আফগানিস্তানের সবকিছু নিয়ন্ত্রণে নেয় তালেবান। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করেছে তারা।
তালেবান ক্ষমতায় এসে জানিয়েছিল, এখন তারা ২০ বছর আগের অবস্থানে নেই। আধুনিক চিন্তাধারার কথাও শোনা যাচ্ছিল কট্টর ইসলামপন্থি দলটির পক্ষ থেকে।
তালেবান জানায়, সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তাদের কার্যক্রমে হস্তক্ষেপ করা হবে না। শরিয়তমাফিক নিশ্চিত করা হবে নারী অধিকারও। নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। করতে পারবে চাকরিও।
সময়ের সঙ্গে সঙ্গে এসব প্রতিশ্রুতি থেকে সরে আসতে দেখা যাচ্ছে তালেবানকে। স্বাধীনভাবে কাজ করতে পারছে না সংবাদমাধ্যমগুলো। তালেবানের বিধিনিষেধের পাশাপাশি যোগ হয়েছে অর্থনৈতিক দৈন্যদশা। তাতে আফগানিস্তানের মিডিয়া হাউসগুলো পড়েছে কঠিন অবস্থায়। গুটিয়ে আনতে হচ্ছে কার্যক্রম।
অবশ্য তালেবান বলছে, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য তারা চেষ্টা করবে। যাতে করে, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে যেতে পারেন।