বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসময়ের বৃষ্টি জনজীবনে ভোগান্তি

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৩

আদিল উদ্দিন নামের এক শ্রমিক বলেন, 'সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। দোকানে বসে আছি। একটাকা যে ইনকাম করবো তার কোনো উপায় নেই। দেখা যাক বৃষ্টি থামলে যদি কিছু করতি পারি। এই জন্যি বসে আছি।'

ঝিনাইদহে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অসময়ের এ বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথায় পায়ের গোড়ালি পর্যন্ত পানি, কোথাও আবার হাঁটু পাড়। এ পরিস্থিতিতে যান চলাচল কঠিন হয়ে পড়ে। পাশাপাশি স্বাভাবিক কাজ কর্ম ব্যহত হচ্ছে।

এতে বিপাকে পড়েছেন রিক্সাচালকসহ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। কাজ না পেয়ে দোকানে বসে অবসর সময় কাটাতে দেখা যায় অনেককে।

শহরের পায়রাচত্বরে ছাউনিতে বসে থাকা নজরুল হক নামের এক শ্রমিক বলেন, ' সোমবার রাতে থেমে থেমে বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি একটানা হচ্চে। কামলা যে দেব কোন লোক আসছে না বৃষ্টি কারণে। সকাল থেকেই একেনে বসে আছি। দিন আনে দিন খাওয়া সংসার আমার। কাম না করলি তো সংসার চালানো মুশকিল। সকাল থেকে কোন কাজ পাচ্ছি নে।'

আজিম উদ্দিন নামের এক ভ্যানচালক বলেন, 'সকাল বেলা ভ্যান নিয়ে বের হইছি। বৃষ্টির জন্যি বের হতিই পারছি নে। সেই ভোর বেলা আইছি। একটা টাকা ইনকাম করতি পারিনি এখনও। কি যে করি বুঝতি পারছি নে।'

আদিল উদ্দিন নামের এক শ্রমিক বলেন, 'সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বসে আছি দোকানে। একটাকা যে ইনকাম করবো তার কোন উপায় নেই। দেখা যাক বৃষ্টি থামলে যদি কিছু করতি পারি। এই জন্যি বসে আছি।'

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা সামাদুল হক বলেন, 'বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে। আশা করা যায় বুধবার বৃষ্টি কমে যাবে।'

এ বিভাগের আরো খবর