বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হল নাকি মেস, দোটানায় জবি ছাত্রীরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৮

শিক্ষার্থী উম্মে ইফফাত ফিয়া বলেন, ‘হলে সিট পাব কি না আগে জানালে আর বাসা নিতে হয় না। সিট পাব না জানতে পারলে নিশ্চিন্তে বাসা নিতে পারি। আবার মনে হয় সিট পেলে বাসা ভাড়া নেয়াটা তো লস।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন বাড়িতে থাকায় নতুন করে মেস বা বাসা নিতে হচ্ছে তাদের।

বিশ্ববিদ্যালয় খুললে নারী শিক্ষার্থীরা যেন তাদের একমাত্র বেগম ফজিলাতুন নেছা মুজিব হলে উঠতে পারেন, সে জন্য নীতিমালা তৈরি করছে প্রশাসন। তবে সিট বণ্টন এখনও শুরু হয়নি।

এতে পরীক্ষার আগে আবাসিক হলে সিট পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন ছাত্রীরা। একই সঙ্গে হলে থাকতে পারবেন নাকি বাসা ভাড়া নিতে হবে, এ নিয়ে দোটানায় পড়েছেন।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনতাজ হেনা আঁখি নিউজবাংলাকে বলেন, ‘দেড় বছর পর ঢাকায় ফিরছি। এখন নতুন করে বাসা ভাড়া নিতে হচ্ছে। আবার শুনছি, বিশ্ববিদ্যালয় খোলার আগে হলে ছাত্রীদের সিট দেয়া হবে। আমি পাব কিনা আগে জানতে পারলে বাসাভাড়ার খরচটা বেঁচে যেত।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে ইফফাত ফিয়া বলেন, ‘হলে সিট পাব কি না সেটি আগে জানালে আর বাসা ভাড়া নিতে হয় না। সিট পাব না জানলে নিশ্চিন্তে বাসা নিতে পারি। আবার মনে হয়, সিট পেলে বাসা ভাড়া নেয়াটা তো লস।’

এ বিষয়ে ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম নিউজবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় তো এখনই খুলছে না। এখন শুধু পরীক্ষা হবে। ভিসি স্যার বলছেন, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলে ছাত্র-ছাত্রীরা তখন সরাসরি হলে উঠবে। এখন শুধু পরীক্ষা দিতে আসবে।’

হল খুললে কারা সিট পাবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মেধা ও বাড়ির দূরত্বের ভিত্তিতে সিট পাবে। যার বাড়ি যত দূর তার সিট পাওয়ার চান্স তত বেশি। তবে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বেশি সিট পাবে। এরপর চতুর্থ বর্ষ, তৃতীয় বর্ষ এভাবে ক্রমান্বয়ে সিট বণ্টন করা হবে।’

দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের তকমা ঘুচিয়ে ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের উদ্বোধন করা হয়। ১৬ তলা বিশিষ্ট এ হলের ১৫৬টি কক্ষে চারজন করে মোট ৬২৪ জন ছাত্রী থাকতে পারবেন।

এ বিভাগের আরো খবর