বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানবন্দরে করোনা পরীক্ষা আটকে কেন

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫১

বিমানবন্দরে করোনা পরীক্ষার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এ বিষয়টি দেখছেন আমাদের দেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই কাজটি তাদের এবং বিমান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। তারাই সবকিছু দেখবে। স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু টেকনিক্যাল সাপোর্ট দেবে।’

বিদেশগামীদের সুবিধার্থে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশনার এক সপ্তাহ পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি।

এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে পারছেন না সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের অর্ধকোটি শ্রমিক। মঙ্গলবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনশনে যাচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমানবন্দর তাদের কাজ শেষ করলেও বিষয়টি আটকে আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হাতে। কাজটি করা হবে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে। এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান আবেদনপত্র জমা দিয়েছে।

ডিএমএফআর মলিক্যুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। তবে প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অসংগতিপূর্ণ মনে হওয়ায় ল্যাব স্থাপনের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়, ঢাকার হযরত শাহজালাল, সিলেটের ওসমানী ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানো হবে।

সোমবারের মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে একটি কন্ডিশন (শর্ত) দেয়া হচ্ছে যে, ফ্লাইংয়ের ৪, ৬ বা ৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে এ রকম বলা হয়েছে।

‘গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল। আজকে এটা প্রিসাইজ করে দেয়া হয়েছে। দুই-তিন দিনের মধ্যে টেস্টিং ফ্যাসিলিটিজ করা হবে।’

করোনাভাইরাসের কারণে যেসব দেশ বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল, তাদের মধ্যে কয়েকটি সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞা শিথিল করা হলেও বেশ কিছু শর্ত মানতে বলা হয়েছে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের। এর মধ্যে যাত্রার ছয় ঘণ্টার মধ্যে বিমানবন্দরে পিসিআর টেস্ট উল্লেখযোগ্য।

বিমানবন্দরে করোনাভাইরাসের আরটি-পিসিআর টেস্টের সুবিধা না থাকায় সম্প্রতি বাংলাদেশ থেকে যাত্রী নেয়া হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এমিরেটস।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান নিউজবাংলাকে বলেন, ‘পিসিআর ল্যাব স্থাপনের জন্য জায়গা আমরা দিয়ে রেখেছি। এখন সরকার যাকে এগুলো বসানোর কাজ দেবে, তারা শুধু এখানে স্থাপন করবে।

‘আমাদের দিক থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বাকিটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করবে। এটি কবে নাগাদ বসবে, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

ল্যাব বসাতে টেকনিক্যাল সাপোর্ট

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আরটি-পিসিআর ল্যাব বসাতে তাদের কাজ শুধু টেকনিক্যাল সাপোর্ট দেয়া। এ কাজ দ্রুতগতিতে চলছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যারা বিদেশে যাচ্ছে, তাদের টেস্ট কম-বেশি করে দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নতুন একটি নির্দেশনা আসছে। কিছু দেশ চাহিদাপত্র দিয়েছে। ৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে তারপর সেই দেশে যেতে হবে।

‘এ বিষয়টি দেখছেন আমাদের দেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ কাজটি তাদের এবং বিমান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। তারাই সবকিছু দেখবে। স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু টেকনিক্যাল সাপোর্ট দেবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যখন পরামর্শ চাইবে, তখন সেই পরামর্শ দেবে। এ কাজটির দায়িত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। এটার কাজ দ্রুতবেগে চলছে।’

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা শনাক্তের জন্য কবে থেকে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হবে, সে প্রশ্নের উত্তর মেলেনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে।

বিষয়টির ব্যাখ্যা চাইতে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে এসএমএস করা হলেও এর উত্তর আসেনি।

করোনাভাইরাস শনাক্তে এখন পর্যন্ত বিশ্বে যে কয়েকটি নমুনা পরীক্ষা পদ্ধতি আছে, তার মধ্যে আরটি-পিসিআরই সবচেয়ে নির্ভরযোগ্য। এ পদ্ধতিতে রোগীর নাসারন্ধ্র বা মুখের ভেতর থেকে মিউকাস বা লালা সংগ্রহ করা হয়।

আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্টের চেয়ে একটু সময় লাগলেও অনেকটা নিখুঁত ফল পাওয়া যায়। এতে প্রায় ৪০ মিনিটের মতো সময় লাগে।

বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের দেশগুলো। ২০২০-২১ অর্থবছরে মধ্যপ্রাচ্যের আটটি শ্রমবাজার থেকে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৪৫ কোটি ডলার।

চলতি বছরের জুলাই মাসে এসেছে ১০৬ কোটি ৩০ লাখ ডলার। আর আগস্টে এসেছে ১০২ কোটি ৬৪ লাখ ডলার। এ বাজারের কর্মীরা কোনো কারণে সংকটে পড়লে তার প্রভাব পড়তে পারে দেশের রেমিট্যান্স প্রবাহে।

এ বিভাগের আরো খবর