রাজধানীর মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুরের মাজার রোড এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
তাকে মৃত ঘোষণা করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স ২২ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সোমবার রাতে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই যুবকের বিষয়ে এসআই বলেন, ‘এলাকার লোকজনের মুখে জানতে পারি ওই এলাকায় ভাসমান হিসেবে থাকতেন। তার শরীরে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে রাস্তায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তার পরনে ছিল সাদা লুঙ্গি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।