বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্মৃতিসৌধে ঢুকতে ‘টাকা না দেয়ায়’ জাবি শিক্ষার্থীকে মারধর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০২:০০

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চার আনসার সদস্য তাকে মারধর করেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছেন জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা আনসার সদস্যরা। অভিযোগ, জাতীয় স্মৃতিসৌধে ঢুকতে টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আনসার সদস্যরা ওই শিক্ষার্থীকে মারধর করেন।

জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি জাবির প্রাণিবিদ্যা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নূর হোসেন বলেন, ‘আমি বিকেলে আমার দুই ভাগ্নেসহ স্মৃতিসৌধ ঘুরতে যাই। সেখানে অনেককে অর্থের বিনিময়ে প্রবেশ করতে দিচ্ছিল আনসার সদস্যরা। আমি এটার প্রতিবাদ করলে তারা আমাকে রুমে নিয়ে আবদ্ধ করেন।

‘পরে অত্যন্ত নারকীয় কায়দায় সাত-আটজন আনসার সদস্য আমার ঠোঁট, গলা ও তলপেটে মারাত্মক আঘাত করেন। এমনকি মাথায়ও আঘাত করা হয়। এ ছাড়া তাদের লাঠি দিয়ে আমার পা থেতলে দিয়েছে।’

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চার আনসার সদস্য তাকে মারধর করেন।

‘পরে আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে প্রাথমিক আলোচনার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

নূরের সহপাঠী জহির ফয়সাল বলেন, ‘আমি নূরকে নিয়ে হাসপাতালে আছি। তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। সে শারীরিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও অমানুষিক নির্যাতন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নূরের চিকিৎসার ব্যয় স্মৃতিসৌধ প্রশাসনকে বহন করতে হবে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া ঘটনার প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করব।’

এ বিভাগের আরো খবর