শিশুটির স্বজনরা নিউজবাংলাকে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘরে খেলছিল লামইয়া। তাদের ঘরের টিনের বেড়ার কাছে বিদ্যুতের সংযোগ লাইন ছিল। খেলার সময় ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় গ্রামে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম লামইয়া। সে সীমারপাড় গ্রামের আহম্মদ আলীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।
শিশুটির স্বজনরা নিউজবাংলাকে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘরে খেলছিল লামইয়া। তাদের ঘরের টিনের বেড়ার কাছে বিদ্যুতের সংযোগ লাইন ছিল। খেলার সময় ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।