বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কার্গোর আড়ালে রিয়াল পাচারের চেষ্টা, আটক ১

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:১৫

বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান বলেন, ‘এভসেক সদস্য গাজী কাইয়ুম একটি কার্টন স্ক্যান করার সময় বিপুল পরিমাণের সৌদি রিয়াল জব্দ করেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা চলছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে এসব মুদ্রা পাওয়া যায়।’

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোর আড়ালে সৌদি রিয়াল পাচারের চেষ্টার অভিযোগে মো. হাসান আলী নামে একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক)।

এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বিপুল সৌদি রিয়েলও জব্দ করা হয়েছে।

আটক মো. হাসান আলী ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেসের কর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান।

তিনি বলেন, ‘রাত ৮টা ২০ মিনিটে রপ্তানি কার্গো ভিলেজে সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় সিঙ্গাপুরগামী একটি কার্টনের ভেতর থেকে এসব মুদ্রা জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

‘এভসেক সদস্য গাজী কাইয়ুম একটি কার্টন স্ক্যান করার সময় বিপুল পরিমাণের সৌদি রিয়াল জব্দ করেন। বর্তমানে সেটি গণনা চলছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা চলছিল। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে এসব মুদ্রা পাওয়া যায়।’

এ বিভাগের আরো খবর