চট্টগ্রামে বাসচালককে মারধরের অভিযোগে এক ট্রাফিক পরিদর্শককে ধাওয়া দেয়ার ঘটনা ঘটেছে।
নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় সোমবার বেলা ১১টার দিকে ওই ট্রাফিক পরিদর্শককে ধাওয়া দেয় পরিবহন শ্রমিকরা।
ধাওয়া খাওয়া ট্রাফিক পরিদর্শকের নাম আল মামুন।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, টিআই মামুন চালকদের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করেন। অযৌক্তিক জরিমানা করেন, মামলা দেন। শ্রমিকরা তাই তার ওপর ক্ষিপ্ত ছিল।
সোমবার দুপুরে এক বাসচালককে তিনি মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিবহন শ্রমিকরা তাকে ধাওয়া দেয়।
আকবর শাহ এলাকার শ্রমিকনেতা আনোয়ার বলেন, ‘আমরা ওনাকে (টিআই মামুন) পশ্চিম জোন থেকে সরিয়ে নেয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। তাকে যদি না সরানো হয় তবে কোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা দায়ী থাকবো না।’
শ্রমিক মারধরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারি কমিশনার (পশ্চিম জোন) মোহাম্মদ মমতাজ উদ্দিন।
তিনি বলেন, ‘টিআই মামুন দায়িত্ব পালনকালে এক চালক তার সামনে মাস্ক না পড়ে কথা বলছিলেন। তিনি তাকে সরিয়ে দেন। এতে ওই এলাকার শ্রমিকরা হইহুল্লোড় শুরু করে। পরে তাদের সঙ্গে বসে বিষয়টি মিটমাট করা হয়।’
মোহাম্মদ মমতাজ উদ্দিন আরও বলেন, ‘শ্রমিকরা তার প্রতি ক্ষুব্ধ ছিল। তার কারণ কিছু অলস চালক নির্দিষ্ট স্থানের বাইরে বাস দাঁড় করিয়ে রাখে। মামুন তাদের জরিমানা করে, মামলা দেন। তা ছাড়া ওই এলাকার কিছু সিএনজিচালিত অটোরিকশা মূল সড়কে উঠলে মামলা দেন মামুন। এতে তারাও ক্ষুব্ধ ছিল।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এটা আসলে বড় কোনো ঘটনা না। কথা কাটাকাটি থেকে শ্রমিকরা হইহুল্লোড় করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি মিটমাট হয়ে গেছে।’