বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং বরিশাল নদী বন্দরে ২ নম্বর সংকেত দেয়া হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নাসির উদ্দিন জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ১০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, বরিশাল নদী বন্দরে ২ নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত জারি করা হয়েছে।
সোমবার সকাল থেকে বরিশালে থেমে থেমে বৃষ্টি এবং দমকা হাওয়া বইছে। রোববারও একই অবস্থা ছিল। বৈরী আবহাওয়ার কারণে সড়কে মানুষের উপস্থিতিও কমে গেছে।
নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নিম্নচাপের কারণে সব নৌযানকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।