বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যে কারণে বাবার উপাধি নেননি মল্লিকা

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৯:২২

বাড়ি থেকে পালিয়ে বলিউড মাত করেছিলেন মল্লিকা শেরওয়াত। বাড়ি থেকে পালানোর আগে অবশ্য এই নামে তিনি পরিচিত ছিলেন না। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রিমা লাম্বা।

বলিউডে ক্যারিয়ার গড়ার পর ভারতীয় এই অভিনেত্রী জানিয়েছিলেন, মায়ের পক্ষের ‘শেরওয়াত’ উপাধিটি নিয়ে তিনি মল্লিকা শেরওয়াত নামেই পরিচিত হয়েছেন। দীর্ঘ বছর পর এবার জানালেন- কেন তিনি নিজের নামটি পরিবর্তন করেছিলেন।

ভারতীয় গণমাধ্যম ডিএনএ-এর খবরে বলা হয়, সাম্প্রতিক এক সাক্ষাতকারে মল্লিকা তার নাম বদল করার আসল কারণ জানিয়েছেন। দাবি করেছেন, তার বাবা বিশ্বাস করতেন- কন্যা বলিউডে পা রাখলে পরিবারের সব খ্যাতি ধূলিস্মাৎ হয়ে যাবে। বাবার প্রতি অভিমান থেকেই পারিবারিক নাম ও উপাধি ত্যাগ করেছিলেন মল্লিকা।

বলিউড বাবল’কে দেওয়া সেই সাক্ষাতকারে মল্লিকা বলেন, ‘এটা ছিল পিতৃতন্ত্রের বিরুদ্ধে আমার একটা বিদ্রোহ।’

কারণ সে সময় মল্লিকার বাবা তাকে বলেছিলেন, ‘সিনেমায় গিয়ে তুমি পরিবারের মানসম্মান নষ্ট করে দেবে। এমন হলে তোমাকে ত্যাগ করবো।’

জবাবে মল্লিকাও বলেছিলেন, ‘আমি তোমার নামের যোগ্য নই। তুমি আমাকে ত্যাগ করো। তুমি আমার বাবা। তোমাকে সম্মান করি। ভালোবাসি। এখন থেকে তাই আমি আমার মায়ের উপাধি শেরওয়াত ব্যাবহার করবো।’

এরপরই বাড়ি থেকে পালিয়ে বলিউডে নাম লেখান মল্লিকা শেরওয়াত। বলিউডে পা রাখার পর তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও তেমন কারো নজরে আসেন নি। কিন্তু ২০০৪ সালে ‘মার্ডার’ সিনেমায় ইমরান হাশমির সঙ্গে কয়েকটি সাহসী সিনে অংশ নিয়ে দেশজুড়ে সাড়া ফেলেন। নজরে আসেন চলচ্চিত্র সমালোচকদেরও।

সম্প্রতি রজত কাপুরের ‘আরকে’ সিনেমায় অভিনয় করেছেন মল্লিকা। ডিজিটাল সিরিজ নেকাব-এও দেখা যাবে সাহসী এই অভিনেত্রীকে।

এ বিভাগের আরো খবর