ভোলার মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ বলছে, তীব্র স্রোতের কারণে বাল্কহেডটি ডুবে গেছে।
ভোলা সদর উপজেলার মেঘনা নদীর রামদাসপুর পয়েন্টে সোমবার দুপুর ১২টার দিকে এমভি বনশ্রী-২ নামের বাল্কহেডটি ডুবে যায়।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বাদশা।
তিনি জানান, বাল্কহেডের মালিক সাইফুল ইসলাম এবং মো. উজ্জ্বল, মো. শফিক ও মো. রাব্বি নামের তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার দীঘিরপাড় এলাকায়।
পুলিশ জানায়, শনিবার সিলেট থেকে আট হাজার ঘনফুট পাথর নিয়ে তিন শ্রমিকসহ বাল্কহেডের মালিক সাইফুল বরিশালের উদ্দেশে রওনা দেন। সোমবার দুপুরে ভোলার রামদাসপুর চ্যানেলে পৌঁছালে তীব্র স্রোত ও ঢেউয়ে বাল্কহেডটি ডুবে যায়।
এ সময় সাঁতরে নদীতে থাকা অন্য জেলেদের ট্রলারে উঠে জীবন বাঁচান বাল্কহেডের মালিক ও শ্রমিকরা।
ইলিশা নৌ-থানার ওসি শাহজালাল জানান, ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।