গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় খালে গোসল করতে নেমে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে স্থানীয়রা এক কিশোরীর মরদেহ উদ্ধার করেন।
মৃতরা হলো পাইনশাইল এলাকার রিচি আক্তার, আইরিন আক্তার ও মায়া আক্তার।
আইরিন গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসায়, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে এবং মায়া হাজী জমির উদ্দিন বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ত।
নিখোঁজ রিয়া আক্তার পাড় দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ তাশারুফ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ওই চার ছাত্রী পাইনশাইল এলাকার খালে গোসল করতে নামে। একপর্যায়ে রিচি তলিয়ে যায়। এ সময় অপর তিন সঙ্গী চিৎকার শুরু করে। তাকে উদ্ধার করতে গিয়ে ওই তিনজনও তলিয়ে যায়। পরে এলাকাবাসী মৃত অবস্থায় রিচিকে উদ্ধার করেন। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে ডাকা হয়।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গীর ডুবুরি দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আরও দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনের সন্ধানে অভিযান চালাচ্ছে তারা।