নোয়াখালীর সদর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়ার গ্রামের একটি পুকুর থেকে সোমবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম মো. মানিক। তার বাড়ি উপজেলার কবিরপুর গ্রামে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার বিকেলে কবিরপুরের বাড়ি থেকে মেমের স্কুল বাজারে নিজের অটোরিকশার গ্যারেজে যান মানিক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
সোমবার সকাল ১১টার দিকে পাশের পশ্চিম চরউরিয়ার গ্রামের একটি পুকুরে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ওসি শাহেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।