বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘুষ নেয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩৭

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, কামরুলের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

মামলা করতে আসা এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠায় ময়মনসংহের ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপপরির্দশক (এএসআই) কামরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

নিউজবাংলাকে সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, শনিবার রাতে এএসআই কামরুলকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার। আগে থেকেই ছুটি নিয়ে নেত্রকোণায় বাড়িতে থাকায় পুলিশ লাইন্সে যোগ দিতে পারেননি কামরুল।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, কামরুলের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এএসআই কামরুলের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের তারা মিয়া।

নিউজবাংলাকে তিনি জানান, গত ১৩ আগস্ট ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে তার ১৪ বছরের ছেলেকে ১৮ বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেন মেয়েটির বাবা। বর-কনে মামাতো ভাই-বোন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর তাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেন মেয়ের বাবা।

এ ঘটনায় মেয়ের বাবার বিরুদ্ধে মামলা করতে থানায় যান তারা মিয়া। মামলা নেয়ার বিনিময়ে এএসআই কামরুল ৫০ হাজার টাকা দাবি করেন বলে জানান তিনি।

তারা মিয়ার দাবি, কয়েক দফায় এএসআই কামরুলকে ২৪ হাজার টাকা করে দেয়া হলেও তার অভিযোগ রেকর্ড হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, তারা মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এএসআই কামরুলের বিরুদ্ধে তদন্তের পদক্ষেপ নেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর