জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যু হয়েছে।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর সময় তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা সোমবার বাদ আসর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদা এম রশিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। এক শোক বার্তায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, ‘মাসুদা এম রশিদ অন্তত সৎ, আদর্শবান ও বিনয়ী নেত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হলো তা অপূরণীয়। দল তার অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।’
বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ শোকবার্তায় বলেন, ‘অত্যন্ত সদালাপী ছিলেন অধ্যাপক মাসুদা। তাঁর মৃত্যুতে সমগ্র রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।’
আরেক শোকবার্তায় মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।