হবিগঞ্জের মাধবপুরে গ্যারেজ থেকে রিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্যারেজ মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মাধবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার বাগা চান্দুরা গ্রামের গ্যারেজ মালিক সুজন মিয়া এবং একই উপজেলার খনকা গ্রামের সাহেদ মিয়া।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সকালে গ্যারেজের মালিক সুজন মিয়া ঘুমিয়ে ছিলেন। এ সময় সাহেদ মিয়া গ্যারেজ থেকে ভাড়ায়চালিত একটি রিকশা আনতে যান। কিন্তু বিদ্যুতের লাইন খোলা না থাকায় রিকশায় হাত দেয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে বাঁচাতে সুজন গিয়ে টানাটানি শুরু করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।