বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাগরে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের আশঙ্কা

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৬

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘সাগরে সৃষ্ট লঘুচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আমরা একটু পরই নতুন করে আবহাওয়ার পূর্বাভাস দেব।’

সেপ্টেম্বর মাসে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গেল ১০ দিন প্রায় বৃষ্টির দেখা নেই। সাগরে মাসের শুরুতে লঘুচাপ সৃষ্টি হয়ে তা সোমবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সাগরে জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, সাগরে গভীর নিম্নচাপে সারা দেশে বিশেষ করে উপকূল এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম সোমবার সকালে নিউজবাংলাকে বলেন, ‘সাগরে সৃষ্ট লঘুচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আমরা একটু পরই নতুন করে আবহাওয়ার পূর্বাভাস দেব।’

গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানান তিনি।

শাহীনুল বলেন, ‘নিম্নচাপের ফলে উপকূল এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

শাহীনুল ইসলাম বলেন, এটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল রয়েছে।

সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গভীর নিম্নচাপ হলেও এটি বড় কোনো ঝড়ে পরিণত হয়ার আশঙ্কা নেই।

এ বিভাগের আরো খবর