দিনাজপুরে এক ব্যবসায়ীর মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের ভগবানপুর গ্রাম থেকে রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় খেলনা পিস্তল।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বিকাশ ব্যবসায়ী আল আমিন আলী বিরল থানায় তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।
গ্রেপ্তার ২২ বছর বয়সী মশিউর রহমান আশিকের বাড়ি ভগবানপুর গ্রামে।
সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।
মামলার বরাতে তিনি জানান, আশিক দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসায়ী আল আমিনের কাছে বাকিতে ফ্ল্যাক্সিলোড (মোবাইল ফোনের রিচার্জ) ও বিকাশ নিয়ে আসছিলেন। এভাবে আশিকের কাছে ৪৭ হাজার ৬২৬ টাকা পাওনা জমে যায় আল আমিনের।
রোববার দুপুরে আশিক দোকানে গেলে তার কাছে পাওরা টাকা ফেরত চান আল আমিন। এতে ক্ষিপ্ত হয়ে কোমরে থাকা একটি পিস্তল আলীর মাথায় ঠেকিয়ে দোকানের ক্যাশ বাক্সে রাখা ৩ লাখ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান আশিক।
ওসি বলেন, এ ঘটনার পর আশেপাশের অন্য ব্যবসায়ীরা দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ওসি আরও জানান, ওই দোকানদার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছিনতাইয়ের মামলা করেন। আশিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রাতে।