নওগাঁর আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজ দম্পতির মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার ছোট যমুনা নদী থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুরে আত্রাইয়ের খেয়াঘাটে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোসলে নেমে নিখোঁজ হন পারভেজ হোসেন ও তার স্ত্রী মিনি আকতার সোমা। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পুরাতন জেলখানা এলাকায়।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘মিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কয়েক দিন আগে রামচন্দ্রপুরে মামাতো বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন মিনি ও তার স্বামী পারভেজ। বিকেলে বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে গোসল করতে নামেন ওই দম্পতি। একপর্যায়ে পানিতে তলিয়ে যান।’
ওসি জানান, কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।