বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি স্কুলের মেঝে জোয়ারের পানিতে তলিয়ে থাকায় সড়কে বসে ক্লাস করেছে শিক্ষার্থীরা।
পাটি ও প্লাস্টিকের বস্তায় বসে চলে পাঠদান।
ঘটনাটি ঘটেছে কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেরদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুলটির প্রধান শিক্ষক বলেন, ‘চর এলাকার শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক। স্কুলভবন নেই, শৌচাগার নেই। তারপরও সরকারনির্ধারিত দিনে ক্লাস নিয়েছি।’
তিনি বলেন, ‘যেহেতু নদীবিধৌত এলাকা, তাই বেশির ভাগ অঞ্চল পানিতে নিমজ্জিত। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি আমাদের স্কুলের মেঝে পানিতে তলিয়ে থাকায় পাটি বিছিয়ে সড়কে ক্লাস নিয়েছি।’
স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সাইমন বলে, ‘সকালে স্কুলে এসে দেখি পানিতে ডুবে গেছে সব। পরে স্যাররা গাছের নিচে রাস্তায় বসাইয়া ক্লাস করাইছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবির বলেন, ‘স্কুল চালুর দিনে কর্তৃপক্ষ উঁচু একটি স্থানে ক্লাস করিয়েছ। স্কুলটি জরাজীর্ণ হওয়ায় পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তা ছাড়া স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখতে।’