রাজধানীর যাত্রাবাড়ীতে শেখদী পশ্চিম পাড়া এলাকার একটি বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মো. মাসুদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাসার মালিক জাহিদ হাসান বলেন, ‘মাসুদের দুই স্ত্রী। তাদের ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে তাদের বারবার নিষেধ করার পরও থামেনি তারা। ফ্যানের সঙ্গে ঝুলে মাসুদের আত্মহত্যা দুই স্ত্রীর ঝগড়া মেটাতে ব্যর্থতার কারণে হতে পারে।’
তিনি জানান, মাসুদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
যাত্রাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক মনিষ ঘোষ বলেন, ‘যাত্রাবাড়ীর শেখদি পশ্চিমপাড়ার ৫২/১৭ নাম্বার বাসায় গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৪০ বছর বয়সী মাসুদ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।