মাগুরার শালিখায় বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
উপজেলার রামকান্তপুর এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি জানান, মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির মধ্যে আটকে থাকা চারজনের মরদেহ উদ্ধার করেছেন। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ।
নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শালিখা উপজেলার শতখালি গ্রামের মো. হারুনের স্ত্রী নাজমা খাতুন, দীঘল গ্রামের রাকিব বিশ্বাসের স্ত্রী তহিরন বেগম এবং শ্রীপুর উপজেলার মো. মামুন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাছুদুর রহমান নিউজবাংলাকে জানান, দুপুরে বিসমিল্লাহ পরিবহনের একটি বাস যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। রামকান্তপুরে পৌঁছে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ক্রেন দিয়ে বাসটি খাদ থেকে তোলা হয়। এ সময় বাসের ভেতর থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি মাহবুবুর জানান, গুরুতর আহত তিনজনকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। চার মরদেহ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে।